EIIN : 104302
College Code : 4306 Commerce College Road, Agrabad, Sadarghat, Chattogram; 02333316209, 02333321900
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম Government College of Commerce, Chattogram Commerce College Road, Agrabad, Bondor-4100, Sadarghat, Chattogram
02333316209, 02333321900; gov.commercecollegectg@gmail.com
অধ্যক্ষ

    প্রফেসর মোঃ শাহ আলমগীর
    অধ্যক্ষ  

    বিশ্ব আজ দ্রুত পরিবর্তনের ধারায় ধাবমান। এই পরিবর্তনকে মানিয়ে নিতে আমাদেরকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে সবাইকে সমান তালে এগিয়ে যেতে হবে পরবর্তী লক্ষ্যে।  উন্নত রাষ্ট্র গঠনের যে সোপানে আমাদের যাত্রা শুরু হয়েছে তার সফল পরিসমাপ্তিতে আজকের ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই প্রচেষ্টায় চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ একটি উজ্জ্বল নাম। বর্তমানে এই প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ 'অনলাইনকার্যক্রম' সেই প্রচেষ্টাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সরকার ঘোষিত বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানের পথ চলা হোক দীপ্তিময়। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে এ আমার প্রত্যাশা।